• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

নওগাঁর বদলগাছী ও পত্নীতলা উপজেলায় চেয়ারম্যান হলেন শামসুল ও গাফফার

  • ''
  • প্রকাশিত ০৯ মে ২০২৪

এম এ রাজ্জাক, নওগাঁ:

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নওগাঁর দুই উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যানরাই আবারও নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত প্রথম দফা তফশিল অনুযায়ী বুধবার নওগাঁর বদলগাছী ও পত্নীতলা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় মেয়াদের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কোশাধ্যক্ষ শামসুল আলম খান। পত্নীতলায় উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার চৌধুরী আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার রাত ১০টার দিকে জেলা নির্বাচন অফিস মিলনায়তনে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে এই ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জামান।

বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগর সাবেক কোশাধ্যক্ষ শামসুল আলম খান ২১ হাজার ৯২ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেস। তাঁরর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু পেয়েছেন ১৫ হাজার ২৬৭ ভোট।

পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী ছিলেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার চৌধুরী ৬২ হাজার ৭৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী পেয়েছেন ৫০ হাজার ৮৫৬ ভোট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads